মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) নতুন কমিটি গঠন করা হয়েছে। এমবিএফএর ২০২২-২০২৪ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়। ২৩ এপ্রিল শনিবার ইজিএমএর সদস্যদের উপস্থিতিতে নিসার কাদেরকে প্রেসিডেন্ট এবং অনুপম পালকে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করে ১২ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা করেন এমবিএফএর অফিসিয়াল সেক্রেটারি মি. নাদারাজান।
সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ড. শঙ্কর চন্দ্র পোদ্দার, ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার মো. আওয়াল হোসেন এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান, সৈয়দ জাবেদ ইসলাম, ক্যাপ্টেন জাকির মিয়া, জাফর ফিরোজ, ড. মহুয়া রয় চৌধুরী, মো. সহিদুল হাসান ও নুসরাত শামরীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমবিএফএর প্রতিষ্ঠাতা সভাপতি ফারুকুল ইসলাম শোভা।