পটুয়াখালীর কলাপাড়ায় দিনে-দুপুরে মিজানুর রহমান নামে এক শিক্ষকের দুই লাখ টাকা খোয়া গেছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের সদর রোডের মুদি দোকান হাওলাদার স্টোরে এ ঘটনা ঘটে। এ ঘটনাটি ওই দোকানের সিসি ক্যামেরা এবং অগ্রণী ব্যাংকের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
ওই ফুটেজে দেখা যায়, উপজেলার ধানখালী উত্তর নিশান বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর পৌনে বারোটার দিকে অগ্রণী ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন। এ সময় মাথায় ক্যাপ ও সাদা-কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি তার ওপর নজর রাখছিল।পরে পৌনে একটার দিকে মিজানুর একটি ব্যাগে ওই টাকগুলো নিয়ে এসে হাওলাদার স্টোরের প্রবেশদ্বারে রেখে তিনি মুদি মালামাল ক্রয় করছিলেন। এ সময় ওই চোর পেছন থেকে এসে তার ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর