পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী থেকে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। এমন পরিস্থিতিতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে ১২টি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ। গতকাল সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ নির্দেশনার কথা জানান।
ডিএমপির নির্দেশনাগুলো হলো- ঢাকা মহানগরীতে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস টার্মিনালের ভেতর এবং বাইরের সড়কে বাস রেখে বা থামিয়ে যাত্রী উঠানো যাবে না। ঢাকা মহানগরীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে থামবে না। রাজধানী ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলো অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করলে ব্যবস্থা নেবে পুলিশ। দূরপাল্লার রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। যাত্রী তোলা ও বাস চালানোর সময় অসম প্রতিযোগিতা করলে ব্যবস্থা নেবে পুলিশ। করোনার প্রকোপ বেশি থাকায় পরিবহনচালক ও যাত্রীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতায়াত করতে হবে। বাসের ভেতরে যাত্রীদের অপরিচিত কারও কাছ থেকে কিছু না খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।