ব্যান্ডদল শিরোনামহীনের গায়ক শেখ ইশতিয়াক শ্রোতাদের মনে জায়গা পেয়েছেন। এবার তিনি একটি শর্টফিল্মে অভিনয় করলেন। যেটির নাম ‘হরিহর’।
হরিহর শব্দটির অর্থ আপন কেউ, আত্মার সম্পর্ক।
কিছু বন্ধু থাকে, যাদের সঙ্গে সম্পর্কটা এমন হয়। যেহেতু বন্ধুত্বের গল্পে নির্মিত হয়েছে এটি, তাই এর নামকরণ করা হয়েছে হরিহর। জানালেন পরিচালক সাদেক সাব্বির। এতে আরো অভিনয় করেছেন সাব্বির আহমেদ ও সাইমা স্মৃতি। পরিচালক জানান, এটি মূলত বন্ধুত্বের গল্পে নির্মিত।
পরিচালক সাদেক সাব্বির বলেন, ইশতিয়াককে অনুরোধ করলে প্রথমে সে অভিনয় করতে চায়নি। যেহেতু সে আমার ভার্সিটির ছোট ভাই, তাই সম্পর্কের কারণে আর না করতে পারেনি। শেষ পর্যন্ত কাজটা আমরা একসঙ্গে করতে পেরেছি।
নির্মাতা বলেন, গল্পটা নিয়ে খুবই আত্মবিশ্বাসী। এটি দর্শকের ভালো লাগবে। কারণ বন্ধু ছাড়া মানুষ অচল। বন্ধু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বন্ধুত্বের নানা দিক এতে তুলে ধরেছি। শেখ ইশতিয়াক গানের মানুষ হলেও তিনি খুবই চমৎকার অভিনয় করেছেন।
হরিহর একটি আলফা আই প্রডাকশন। প্রযোজনা করেন শাহরিয়ার শাকিল ও ক্রিয়েটিভ প্রডিউসার ছিলেন অনিমেষ আইচ। শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর হরিহর ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপেও দেখা যাবে।